4 Comments
User's avatar
Shrikant Chattyopadhyay's avatar

হিন্দু ও প্রগতিশীল শিক্ষকরা থাকলে বাঙালি জাতীয়তাবাদ এবং বায়ান্ন-একাত্তর এর আদর্শ ছাত্রদের মধ্যে বিস্তার লাভ করতে পারে। এই আশংকা থেকে বেঁছে বেঁছে সারাদেশে হিন্দু ও প্রগতিশীল শিক্ষকদের সেইম "রেড পার্জ" মডেলে "লীগের দালালী করেছে তাই আজ এই ফল ভোগ করতে হচ্ছে" এই কথা বলে উৎখাত করা হয়েছে। আর এটার নাম দেওয়া হয়েছে "মব জাস্টিস"।

Expand full comment
Khaleque's avatar

বাংলাদেশে ধর্মীয় প্রভাব আছে এটা তাদের মনে রাখা উচিৎ। এটা ঘুরে গিয়ে ধর্মাচ্ছন্ন শক্তিকে ক্ষমতায় বসাবে।সেদিন বেশি দূরে নয়।আর যে সমস্ত মব'রা এদের ক্ষমতায় বসিয়েছে, তারা আফসোস করে মরবে।নারীরা বুঝতে পারছে না কি অন্ধকার ধেয়ে আসছে।

Expand full comment
Samira khanom's avatar

আমি কোন রাজনীতি বিশ্লেষক বা বিশেষজ্ঞ নই।সাধারণ পাঠক হিসেবেই জানতে চাওয়া...

-জাপানে communist party আর উগ্র জাতীয়তাবাদ USA র জন্য বিপজ্জনক ছিল. Usa ওটার against এ কাজ করেছে।বাংলাদেশে তো হাসিনার আমলে communism ছিল না।আর বাংলাদেশের majority Muslim population তো বাঙালি জাতীয়তাবাদ এর ধার ধারে না।যেমন একজন hindu comment কারী ভাই বললেন, এই কাজ শুধু hindu ও প্রগতিশীল শিক্ষকরা করতে পারবেন।বাঙালি জাতীয়তাবাদ যদি নির্দিষ্ট গোত্রের মানুষ ধারণ করতে পারে...তাহলে এটা জাতীয়তাবাদ হয় কি করে?আর এজন্যই হয়ত সমাজে এই বিশ্বাস প্রবল হচ্ছে -শেখ মুজিব india কে খুশি করতে ওদের কথামত west bengal থেকে বাঙালি জাতীয়তাবাদ ধার নিয়ে এসেছিলেন।

যে দেশের জাতীয়তাবাদ majority খায় না...ওটা কে উগ্র ভেবে USA উচ্ছেদ করতে চাইবে কেন?

-বাংলাদেশের মুসলিমরা হাসিনাকে threat মনে করে কেন?

-আপনি 1971এর 16 এর pic এর সাথে জাপানের USA এর কাছে আত্মসমর্পণ এর PIC কেন তুলনা করলেন?ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধকে কতো SACRED ভাবতাম।আর এখন INDIAN দের থেকে নতুন ইতিহাস শিখতে হচ্ছে।ওদের মুখে শুনতে হচ্ছে,"We gave you independence .We made you liberate. "পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে india র কাছে।ওদের জন্য বাংলাদেশ আলাদা হওয়ার চেয়ে india র কাছে হার বেশি লজ্জার।india তে indo pak war এর by product হিসেবে বাংলাদেশের জন্ম-পড়ানো হয়।তাহলে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস কি আওয়ামীলীগ সরকারের political narrative তৈরির জন্য শুধুই?opposition কে রাজাকার tag দেয়ার জন্য?

Expand full comment
S Sifat's avatar

নিজেরা শক্তি শালি না হলে এখন কেন যুগ যুগ ধরেও কেউ সাধিনতা ধরে রাখতে পারেনি পারবেও না। যে আন্দোলন হইছে, তাতে হাসিনার যে দোষ আছে, তা উপেক্ষা করার উপায় নাই। তার সামনে অনেক চান্স ছিল, আন্দোলন দমানোর, অনেক আওয়ামী লিগ নেতাও বলেছিল তাদের সাথে সব সমাধান নিতে, কিন্তু তিনি এমন সময় ই তাদের প্রস্তাব দিয়ে ছিলেন, যার কিছু মাত্র ব্রেইন আছে, সেও এই প্রস্তাবে রাজি থাকবে না। সে এত বছর দেশ চালাইলো সাধারণ মানুষ কিছু ক্ষোভ থাকলেও, তেমন কেউ কিছু বলত না। কিন্তু এই আন্দোলন অই মাত্রাও ছারিয়ে দিয়েছে। middle class family রা আন্দোলন এ সহজে নামে না, কিন্তু তিনি এমন কাজ করেই ফেলেছিলেন যে ১ তারিখ থেকে তারাও নেমে গেছিল। আমরা আমেরিকা - চায়না - ভারত এই সব বলে এই গুলা কে উপেক্ষা করতে পারি না। অবশ্যই এই সবের জন্য তিনি যেমন দায়ি তেমন তার চেলা চামচা গুলাও দায়ি ছিল। ১৪০০-১৫০০ মারা মুখের কথা না। হক পরে যা কিছু হইছে সেটার শুরুও উনার মাধ্যমেই

Expand full comment